নারায়ণগড়: সারা ভারত কৃষকসভা নারায়ণগড় ব্লক কমিটির ১৮ তম সম্মেলন আয়োজিত হলো
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে সারা ভারত কৃষক সভা নারায়ণগড় ব্লক কমিটির ১৮ তম সম্মেলন আয়োজিত হলো শনিবার। সম্মেলন কে কেন্দ্র করে নারায়ণগড় বাজারে একটি মিছিল সংগঠিত করা হয়। চাতরি ভাড়া বাজার পরিক্রমা করে । উপস্থিত ছিলেন তাপস সিনহা,তরুণ রায়,মদন বসু সহ অন্যান্য নেতৃত্বরা।