বাঘমুণ্ডী: বাঘমুন্ডিতে বিজয়া সম্মেলন ও বৈঠক আজসু পার্টির
বাঘমুন্ডিতে বিজয়া সম্মেলন ও বৈঠক আজসু পার্টির রবিবার বাঘমুন্ডি ব্লকে আজসু পার্টি-র সিনিয়র কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় বিকাল ৪ টা নাগাদ। বৈঠকটি দলের অন্যতম নেতৃত্ব সুরেশ মাহাতোর সভাপতিত্বে একটি বেসরকারি লজে আয়োজিত হয়।সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে একটি সংযোজক মণ্ডলী গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে —আজসু নেতা মুরলীধর কুমার, তরণী মাহাতো, রাখ হরিকুমার মাহাতো, সুরেশ মাহাতো, সুদীপ রয়, মন্টু ক