পুরুলিয়া ২: পাড়া থানার ঠাকুরডি গ্রামে মাটিতে পড়ে মৃত্যু ব্যক্তির, ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ভাইয়ের
শরীরের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে পাড়া থানায় এলাকায় । মৃতের নাম বারু রায় । আজকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা মর্গে পাঠায় পুরুলিয়া সদর থানার পুলিশ ।