বংশীহারী: রামপুরহাট নাবালিকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বুনিয়াদপুরে সেঙ্গেল অভিযানের মোমবাতি মিছিল
রামপুরহাটের নাবালিকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বুনিয়াদপুরে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হলো। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বুনিয়াদপুরের সরাইঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে।মোমবাতি হাতে প্রতিবাদকারীরা ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন। প্রসঙ্গত, সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাটে এক শিক্ষকের বিরুদ্ধে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে আদিবাসী সমাজ।