সামনের বিধানসভা কে লক্ষ্য করে বিজেপির পক্ষ থেকে ছোট ছোট পথসভা শুরু হয়েছে মেদিনীপুরে। তারি পাল্টা জবাব দিতে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল ও যুব তৃণমূলের সভা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যার পর সভার আয়োজন হয়েছিল মেদিনীপুরের ২৫ নম্বর ওয়ার্ডে। নেতৃত্বে যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তীর সহ অন্যান্যরা। সভা থেকে-মনীষীদের নামে বিজেপির কুরুচিকর মন্তব্য ইস্যু সহ এস আই আর ইসুতে প্রতিবাদ করেন নেতারা।