রায়নায় শতাধিক দুস্থ দের কম্বল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বিধায়িকা সহ একাধিক জন প্রতিনিধিরা। রায়নার শতাধিক দুস্থ দের কম্বল দেওয়া হয় প্রবল শীতের হাত থেকে বাঁচতে। রায়নায় বিধায়ীকা তিনি জানিয়েছেন শতাধিক এলাকার দুস্থ মানুষদের হাতে এই কম্বল তুলে দেয়া হয়েছে এদিন সন্ধ্যায়।