সীতাই: কালীপুজো ও দীপাবলির আনন্দের রাতে দীপাবলির আলোকসজ্জার টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের
কালীপুজো ও দীপাবলির আনন্দের রাতে দীপাবলির আলোকসজ্জার টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম বাদল বিশ্বাস বয়স ৩০!এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭:৩০ নাগাদ সিতাই ব্লকের সিতাই ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাউয়ারদিঘি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির গেটে টুনি বাল্ব দিয়ে আলোকসজ্জা সাজাচ্ছিলেন। সেই সময় বৈদ্যুতিক মিটারের কাছে শর্ট সার্কিটের জেরে বাদল বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।