বালি-জগাছা: হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত বন্ধু মিলন সংঘ ক্লাবের শ্রী শ্রী শ্যামা পুজো এবারে ৭১ তম বর্ষ
হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত বন্ধু মিলন সংঘ ক্লাবের শ্রী শ্রী শ্যামা পূজা। এ বছর ৭১ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এইবারে হাওড়া বন্ধু মিলন ক্লাবে শ্রী শ্রী শ্যামা পূজা উদ্যোক্তাদের ভাবনা বামদেবের স্মৃতি মন্দির। মন্ডপের ভিতরে চারিদিকে বামদেবের মন্দিরে কিছু ছবি তুলে ধরা হয়েছে। আজ এই শুভ উদ্বোধনী উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।