বড়ঞা: মামদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পণ্যবাহী লরি, অল্পের জন্য প্রাণে রক্ষা পায় চালক ও সহকারী চালক
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পণ্যবাহী লরি। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মামদপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত্রে ওই পণ্যবাহী লরিটি হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক দিয়ে মালদার দিকে যাওয়ার সময় মামদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায়। যদিও ঘটনার জেরে অল্পের জন্য প্রাণের রক্ষা পায় চালক সহ সহকারী চালক। ঘটনাস্থলে বড়ঞা থানা পুলিশ পৌঁছে ঘাতক গাড়িটিকে উদ্ধার করার কাজ শুরু করে।