সাব্রুম: গত চার বৎসর আগে চালিতাছড়ির বিজন দে দায়েরকৃত মামলার রায় ঘোষনা করেন সাব্রুম আদালত
গত চার বৎসর আগে চালিতাছড়ির বিজন দে দায়েরকৃত মামলার রায় ঘোষনা করেন সাব্রুম আদালত।২০ শে সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় সাব্রুম এসডিজেএম হরিধন ভৌমিক সহ ১০ জনের বিরুদ্ধে রায় ঘোষনা দেন।১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল হেফাজত ঘোষনা করেন।জানা যায় গত ২০২১ সালে ১৮ সেপ্টেম্বর, ১৯ সেপ্টেম্বর এবং ২০ সেপ্টেম্বর জায়গা সংক্রান্ত বিবাদে চালিতাছড়ির বিজন দে বাড়ীতে হামলা চালায় হরিধন ভৌমিক সহ ১০ জন।