সীমলাপাল: নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই লড়ি শিলাবতী নদীর গার্ডপিলার ভেঙ্গে নদীতেই উল্টে যায়,ঘটনাস্থলে সিমলাপাল থানার পুলিশ
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে গেলো পাথর বোঝাই একটি লড়ি। ঘটনাটি ঘটেছে সিমলা পালের নদীর কাছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রায়পুর দিকে এই লরিটি যাচ্ছিল, ঠিক তখনি সিমলাপেলের শিলাবতি নদীর গ্রাদওয়াল ভেঙে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে সিমলাপাল থানার পুলিশ। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।