রামপুরহাট ২: নবান্নের উচ্ছ্বাসে চাঁদপাড়ায় অন্নপূর্ণা ঠাকুরের ধুমধাম বিসর্জন
রামপুরহাট দু’নম্বর ব্লকের চাঁদপাড়ায় আজ মঙ্গলবার নবান্ন উপলক্ষে শ্রদ্ধা ও উৎসবের আবহে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা ঠাকুরের বিসর্জন। সকাল থেকেই এলাকায় ভিড় জমে প্রচুর ভক্তের। মঙ্গলসঙ্গীত, শোভাযাত্রা ও ঢাকের তালে তালে সম্পন্ন হয় বিসর্জনের সব আচার। নবান্নের শুভক্ষণে অন্নপূর্ণা ঠাকুরের পুজো ও বিসর্জনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় আনন্দ ও উৎসাহের বিশেষ উচ্ছ্বাস।