কালি মন্দিরে চুরির ঘটনায় ধৃত মহিলাকে হেফাজতে নিয়ে উদ্ধার ১২০ গ্রাম রূপার অলঙ্কার। রবিবার ধৃতকে ৩ দিনের পুলিশি হেফাজত শেষ হওয়ার আগেই রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত মহিলার নাম ধনরানী দাস সরকার। তার বাড়ি ধামধোল গ্রামে। জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাতে পতিরাজপুর অঞ্চলের ধামধোল গ্রামে ঝারকালি রাখাল মন্দির থেকে প্রতিমার অলঙ্কার চুরির ঘটনা ঘটে। ইটাহার থানায় চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রামের এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।