কাটোয়া ১: কাটোয়া আরপিএফের বড়সড় সাফল্য, পাচারচক্রের হাত থেকে উদ্ধার দুই নাবালক
ভিনরাজ্যে কাজের প্রলোভনে দুই নাবালক স্কুলপড়ুয়াকে পাচারের চক্রান্ত ভেস্তে দিল কাটোয়া আরপিএফ। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা দুই ওই নাবালকে গোয়ায় পাঠানোর চেষ্টা চলছিল। পরিবারের অনুমতি ছাড়াই তারা তিস্তা-তোর্সা এক্সপ্রেসে উঠলেও ১৩৯ নম্বরে অভিযোগ পেয়ে তৎপর হয় কাটোয়া আরপিএফ। ওসি আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেনারেল কোচ থেকে দুই ছাত্রকে উদ্ধার করে নিরাপদে বর্ধমান পাঠানো হয় পরিবারের হাতে হস্তান্তরের জন্য।