খানাকুল ১: আরাকুল গ্রামে বধূকে মারধর করে বাড়িতে থেকে প্রায় 5 লক্ষ টাকার চুরি,আহত বধূ হাসপাতালে চিকিৎসাধীন
বধূকে মারধর করে বাড়িতে থেকে প্রায় 5 লক্ষ টাকার চুরি।আহত বধূ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আরামবাগের আরাকুল গ্রামে।জানা গেছে,বধূ বুধবার রাতে বাড়িতে একাই শুয়েছিলেন।সকালে তার উঠতে দেরি হওয়ায় গেট খুলে শ্বশুর বাড়ির লোকজন দেখেন বৌমার হাত মুখ বাধা অবস্থায় পরে রয়েছে।মুখে চোখে রক্ত লেগে রয়েছে।আলমারি থেকে চুরি গেছে সোনার গহনা সহ নগদ টাকা।প্রায় 5 লক্ষ টাকার চুরি হয়েছে বলে দাবি গৃহকর্তার।পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি বধূকে আরামবাগ মেডিক্যালে ভর্তি করে।