সদ্যজাতর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার বৈতরণী শ্মশানের পাশে একটি ফিশারির মধ্যে সদ্যোজাত এক শিশুর দেহ দেখতে পায় স্থানীয় মানুষজনরা এই ঘটনায় খবর পায় ক্যানিং থানার পুলিশ ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই সদ্য জাতক শিশুর দেহটি কোথা থেকে এলো বা কারা ফেলে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।