লাভপুর: ঠিবা অঞ্চলের কর্মীদের নিয়ে আয়োজিত অঞ্চল কোর কমিটির বৈঠক, উপস্থিত-জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান
Labpur, Birbhum | Dec 14, 2025 সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের আগে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী দের আরও মজবুত করতে আজ অর্থাৎ রবিবার বিকেলে সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হয় অঞ্চল কোর কমিটির বৈঠক। উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল সভাপতি শাহিন কাজী, পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।এদিন ওই বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি কি কি রাখা যেতে পারে মূলত।