পুরুলিয়া ২: পুরুলিয়ায় বিচারাধীন বন্দির মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত, দেহ পাঠানো হয় পুরুলিয়া মেডিকেলের মর্গে
বিচারাধীন এক বন্দীর মৃত্যু হল পুরুলিয়াতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিক্রম আদিত্য । ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে । গতকাল পুরুলিয়া সদর হাসপাতালে মৃত্যু হয় তার । ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত । দেহটি আজকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে ।