রঘুনাথপুর ২: মৌতড়ের বিখ্যাত মা বড় কালীপূজা উপলক্ষে মেলার সময় বাড়ায় উপচে পড়ছে ভিড়,মেলা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য বছর থেকে এবছর পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের মা বড় কালী পুজো উপলক্ষে মেলার সময় সীমা বাড়ায় মেলাতেই উপচে পড়ছে ভিড়।মেলার তৃতীয় দিন বুধবার রাত্রি সাড়ে ৭টা নাগাদ পুরুলিয়ার বিখ্যাত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের মা বড়কালীর মেলায় উপচে পড়ল দর্শনার্থী দের ভিড়।এই পুজো জেলার সেরা তথা রাজ্যের অন্যতম কালীপুজো।এই পুজোর জনপ্রিয়তা ব্যাপক। আর জাগ্রত মৌতড়ের এই মন্দিরে সারা বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ভিন রাজ্যের ভক্ত সমাগম হয়।