মানিকচক: বন্যা প্লাবিত এলাকা থেকে জল নামতে উত্তর চন্ডিপুর এর প্রধান রাস্তায় অত্যন্ত খারাপ হতে বিপত্তি
বাঁধ ভেঙে বন্যা প্লাবিত হয়েছিল ভূতনি।তবে গঙ্গা নদীর জলস্তর ধীরে ধীরে কমতে থাকায় ইতিমধ্যেই জল নেমেছে প্লাবিত এলাকা গুলি থেকে। উত্তর চন্ডিপুর এর প্রধান রাস্তা থেকেও জল নেমেছে কিন্তু রাস্তার ওপর দিয়ে প্রবল জলশ্রুতের কারণে খানাখন্দে অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে রাস্তা। যেকোনো সময় বিপদ হতে পারে এই রাস্তায় মানুষ আশঙ্কা করছেন। মালভজায় একটি ভুটভুটি ভ্যান আটকে পড়ায় এ রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত রাস্তা গুলি সংস্কারে প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক দাবী।