আলিপুরদুয়ার ২: জঙ্গলে একাকার শামুকতলা সরকারি দপ্তরের সামনে, যে কোন সময় ঘটবে দুর্ঘটনা
অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে যাওয়ার মত কোনরকম রাস্তা নেই।দপ্তরের সামনেই জঙ্গলে একাকার হয়ে আছে এমনটাই দেখা গেল সোমবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শামুকতলা জুনিয়র বেসিক স্কুল সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শকের করণের সামনে।প্রায় চার মাস আগে বিদ্যাসাগর ভবনের উদ্বোধন হয়েছে কিন্তু এখনো যাতায়াতের রাস্তা নেই। কবে তৈরি হবে রাস্তা বিদ্যাসাগর ভবনে যাওয়ার জন্য তাই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকার বাসিন্দা