সাঁইথিয়া: আহমদপুরে কালী প্রতিমা নিরঞ্জনের রাতে লরিকে ধাক্কা টোটোর, আহত চালক
রবিবার সন্ধ্যায় আহমদপুরে ছিল কালী প্রতিমা নিরঞ্জন। আর সেই নিরঞ্জন যাত্রা কে কেন্দ্র করে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কের আহমদপুর ও কচুইঘাটা মোড় সংলগ্ন স্থান থেকে ছিলো নো এন্ট্রি। আর সেখানেই সারি সারি ভাবে দাঁড়িয়ে ছিল একাধিক গাড়ি। আর ঠিক রাত্রি ৯টা ৩০বাজতেই এক টোটো চালক অন্ধকারের মধ্যে কিছু দেখতে না পেয়েই সজরে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। আর তারপরে