খেজুরি ১: কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজ খেজুরী-১ব্লকের ইরিঞ্চিতে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজ খেজুরী-১ব্লকের ইরিঞ্চিতে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। এই সভায় উপস্থিত ছিলেন জ্যোতির্ময় কর প্রাপ্তন মন্ত্রী , পীযূষ কান্তি পন্ডা সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা বিকাশ চন্দ্র বেজ সম্পাদক রাজ্য INTTUC,এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জালাল উদ্দিন খান যুব সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা,জেলা ও অঞ্চল স্তরের নেতৃত্ববৃন্দ।