হরিশ্চন্দ্রপুর ২: মুখ্যমন্ত্রীর নির্দেশে রেলের স্টপেজ ও রাস্তা সংস্কারের দাবিতে রেল আধিকারিককে ডেপুটেশন রাজ্যের মন্ত্রীর
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী শতাব্দী,পদাদিক,উত্তরবঙ্গ এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল। এই চারটি দূরপাল্লার ট্রেনের মালদার হরিশ্চন্দ্রপুর জংশনে স্টেপেজের দাবি জানিয়ে রেল আধিকারিকের দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। সোমবার কাটিহার ডিভিশনের ডিআরএমের কাছে লিখিত দাবিপত্র তুলে দেন মন্ত্রী।পাশাপাশি রেললাইনের ধারে থাকা একাধিক রাস্তা ও আন্ডারপাসের সংস্কারের দাবি জানানো হয়।মন্ত্রীকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম।