১৬ বছরের স্কুলছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল ৩৬ বছরের এক যুবকের সঙ্গে। কিন্তু জোর করে বিয়ে দেওয়া হবে জেনে বিয়ের আগের রাতেই সটান থানায় হাজির হয় বড়ঞা থানার আন্দি লাল চাঁদ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রীটি। শুক্রবার রাত্রে ওই ছাত্রী জানায়, সে বিয়ে করবে না, পড়াশোনা চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। বাবা উড়িষায় পরিযায়ী শ্রমিক। পরিবারের চাপ থাকা সত্ত্বেও মেয়েটি দমে যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা।