বিশালগড়: ডিজে মুক্ত হরির নাম সংকীর্তনে রাউৎখলা যুব সংস্থা ক্লাবের প্রতিমা নিরঞ্জন
হরির নাম সংকীর্তনের মধ্যে দিয়ে রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাউৎখলা যুব সংস্থা ক্লাবের প্রতিমা নিরঞ্জন করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সকলে অনুষ্ঠানে যোগদান করেন।