নিতুড়িয়া: নিতুড়িয়ার গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হল , মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত
এ এন চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে রবিবার সকাল থেকে রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছিল পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে । রক্তদান শিবিরে উপস্থিতি ছিল, কুলটি ইয়োথ ফোরাম এর সভাপতি শ্রীযুক্ত তুষার মুখার্জি যিনি ১১৯ বার রক্তদান করেছেন। এদিন ১১ জন মহিলা সহ মোট ৩১ জন রক্তদান করেন শিবিরে।মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।সহযোগিতায় ছিল রঘুনাথপুর হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক।