রঘুনাথপুর ১: রঘুনাথপুর কর্মতীর্থে সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পের উদ্বোধন করলেন ZP সদস্যা স্বরস্বতী বাউরি
মহাষষ্ঠীর পূণ্য তিথিতে বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর কর্মতীর্থে রবিবার সকালে সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পের শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা স্বরস্বতী বাউরি।স্বরস্বতী বাউরি ছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া সহ অন্যান্যরা। উদ্বোধক তথা জেলা পরিষদের সদস্য স্বরস্বতী বাউরি জানান,জেলা পরিষদের তহবিল থেকে 8লক্ষ টাকা ব্যায়ে এই সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্পটি তৈরি করা হয়েছে।