বর্ধমান ১: পারিবারি বিবাদে ভাইকে মারধর ও কাটারি দিয়ে আঘাতের অভিযোগে তক্তিপুর গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মেমারি পুলিশ
ধৃতের নাম রাজেশ মল্লিক। মেমারি থানার তক্তিপুর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে থাকা নিয়ে ছোট ভাই হীরা মল্লিকের সঙ্গে রাজেশ ও তার পরিবারের লোকজনের বিবাদ চলছিল। মঙ্গলবার রাত ৮টা নাগাদ রাজেশ ও তার পরিবারের লোকজন হীরাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তার প্রতিবাদ করলে ঘর থেকে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। রাজেশ একটি কাটারি দিয়ে হীরাকে আঘাত করে। কাটারির আঘাতে কান ও গলায় আঘাত পান।