ধর্মনগর: দামছড়া-পানিসাগর সড়কে জলেবাসা এলাকায় একটি বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় উদ্ধার ৪০কার্টুন বার্মিজ সিগারেট
দামছড়া-পানিসাগর সড়কে জলেবাসা এলাকায় TR05G/1590 নম্বরের বলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সাতকরা ফলের আড়ালে লুকিয়ে রাখা ৪০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই গাড়ি চালক সুবীর দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দামছড়া এলাকায়। পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান, উদ্ধারকৃত সিগারেটের কালোবাজারি মূল্য প্রায় ৬০ লাখ টাকা।