রাজনগর: S.I.R. সচেতনতা অভিযানে নবতর উদ্যোগ! রাজনগরের চন্দ্রপুরে বিজয়া সম্মেলনীতে বিতরণ ২০০২ সালের ভোটার লিস্ট
S.I.R. কে সামনে রেখে রাজনগরের চন্দ্রপুরে বিজয়া সম্মেলনীতে ২০০২ সালের ভোটার লিস্টের কপি বিতরণ করা হলো কর্মীদের মধ্যে। রাজনগরের চন্দ্রপুর কমিউনিটি হলে চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ার সম্মেলনী অনুষ্ঠিত হল বুধবার। এই সম্মেলনীতে শুভেচ্ছা আদান-প্রদানের পাশাপাশি উপস্থিত বিধায়ক বিকাশ রায় চৌধুরী S.I.R. বিষয়ে কর্মীদের সচেতন করেন এবং এ বিষয়ে প্রতিটি অঞ্চলে বিশেষ ক্যাম্প করে স্থানীয়দের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান বিধায়ক।