খড়গ্রাম: ল পদমকান্দি অঞ্চলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন, উপস্থিত SDPO ও SDO
মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের পদমকান্দি অঞ্চলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন করা হয়। বৃস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কান্দির SDPO শাস্ত্রেক আম্বেদার, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং,খড়গ্ৰামের বিধায়ক আশীষ মার্জিত, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধাকারিক সুরজিৎ হালদার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।