রাজনগর: রাজনগরের নতুনগ্রামে কমরেড শহীদ নন্দলাল মিস্ত্রির স্মরণসভা আয়োজিত হল
রাজনগরের নতুনগ্রামে কমরেড শহীদ নন্দলাল মিস্ত্রির স্মরণসভা আয়োজিত হল সোমবার বিকেল পাঁচটা নাগাদ। রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিক্ষক নন্দলাল মিস্ত্রি ২০০৮ সালে ২২ শে সেপ্টেম্বর স্কুল যাওয়ার পথে খুন হন। কমরেড নন্দলাল মিস্ত্রি এলাকায় একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। সোমবার নন্দলাল মিস্ত্রির নিজের গ্রাম নতুনগ্রামে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়।