লাভপুর: SIR ফর্ম পূরণের সহযোগিতায় এগিয়ে এলেন বিপ্রুটিকুড়ি অঞ্চল সভাপতি
Labpur, Birbhum | Nov 21, 2025 SIR আবহে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের কথোপকথন ঠিক তারই মাঝে শুক্রবার লাভপুরে বিপ্রটিকুড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি কে তাঁর অঞ্চলেই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এস.আই.আর ফর্ম পূরণ করে দিতে দেখা যায়।এদিন রাত্রি ১১টা নাগাদ স্থানীয় তৃণমূল সূত্রে জানা গেছে, ওই গ্ৰামে যে সমস্ত পরিবারের সদস্যরা এখনও এই ফর্ম পূরণ করতে পারছেন না তাদের কথা ভেবেই বিপ্রটিকুড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি এই উদ্যোগ নেন।