ক্যানিং ১: চুরি করেও শেষ রক্ষা হলো না, দক্ষিন মাখালতলা এলাকা থেকে ধরা পড়ল বমাল চোর
গত ৬ ই অক্টোবর শ্রীনগর জমাদার পাড়া এলাকায় রফিকুল জমাদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘুটিয়ারিশরীফ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে দুই দুষ্কৃতী সহ চুরির মালপত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে।