বেলডাঙা ১: গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বিরোধীদের ঘাড়ে দোষ,বহরমপুরের তৃণমূল নেতা খুুন প্রসঙ্গে বিস্ফোরক বেলডাঙার বিজেপি কনভেনার
আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগেই বহরমপুরে এক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটলো । এদিন বহরমপুর থানার অন্তর্গত রাজধর পাড়া এলাকার তৃণমূল নেতা হায়াতুল্লাহ শেখকে ছুরি মেরে খুনের ঘটনা ঘটেছে। সূত্রধর জানাযায় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মন্ডল এর সালক মৃত এই তৃণমূল নেতা, আইজুদ্দিনের স্পষ্ট দাবি কংগ্রেসের দুষ্কৃতি দ্বারা খুন হয়েছে তার শ্যালক ।