ডেবরা: ডেবরা বাজারে রাষ্ট্রসংসেবক সংঘের র্যালি অনুষ্ঠিত হলো,উপস্থিত বিজেপি রাজ্য নেতৃত্ব সহ অন্যান্যরা
রবিবার বেলা ১১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের র্যালি আয়োজিত হলো।এদিন ডেবরা ব্লকের হরিমতি রাইস মিলের মাঠ থেকে ডেবরা পাটনা বাজার পর্যন্ত র্যালিটিতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রতন দত্ত, ডেবরার বিজেপি নেতা তপন ধারা সহ অন্যান্যরা।এই র্যালিতে লাঠি খেলা প্রদর্শিত করেন রতন দত্ত।