আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার জেলা শহরের সাংবাদিকদের মিছিল দর্শক আমজনতা
আলিপুরদুয়ার জেলা শহরের সাংবাদিক অরিন্দম সেনকে শারীরিক হেনস্থা এবং মারধরের অভিযোগে রাস্তায় নামলেন আলিপুরদুয়ার জেলার সাংবাদিকরা। এদিন জেলা শহরে সাংবাদিকরা মিছিল করেন এমনটাই জানা গেছে সাংবাদিকদের কাছ থেকে রবিবার বেলা দুটো নাগাদ। গত কয়েকদিন আগে আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গন্ডগোল চলার সময় সেই গন্ডগোলের ছবি তুলতে গিয়ে হেনস্থা হয়েছে সাংবাদিক অরিন্দম সেনকে। এরপরই অরিন্দম সেন আলিপুরদুয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।