দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা মঙ্গলবার জানান, হেতমপুর রাজ গার্লস হাই স্কুলে দীর্ঘদিন ধরেই একটি হল ঘরের প্রয়োজন ছিল। স্কুল কর্তৃপক্ষের প্রস্তাবের ভিত্তিতে রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর তহবিল থেকে ১২ লক্ষ টাকা বরাদ্দ করেন। ইতিমধ্যেই হল নির্মাণের কাজ শুরু হয়েছে এবং মঙ্গলবার নারকেল ফাটিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। বিধায়ক জানান, ভবিষ্যতে এই হলের আনুষ্ঠানিক উদ্বোধনে সাংসদ নিজে উপস্থিত থাকবেন।