পূর্বস্থলী ২: করোনার অন্ধকারে আলো খুঁজে পেলেন পূর্বস্থলী কবিতা, কেকই বদলে দিল জীবনের গল্প,সোশ্যাল মিডিয়া থেকে সফল কেকের ব্র্যান্ড
লকডাউনের সময় বাবার কাজ চলে যাওয়া এবং পড়াশোনা শেষ করেও চাকরি না পাওয়ার হতাশা থেকেই নতুন পথের সন্ধান পান পূর্বস্থলী পলাশ ফুলি এলাকার কবিতা পাল। ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার ইচ্ছা ছিল তাঁর। সেই ভাবনা থেকেই লকডাউনের সময় নিজে হাতে কেক তৈরি শুরু করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কেক তৈরির ভিডিও প্রকাশ করে ধীরে ধীরে পরিচিতি লাভ করেন কবিতা। বর্তমানে তাঁর নিজস্ব ব্র্যান্ডের একটি কেকের সংস্থা গড়ে তুলেছেন।