মানবাজার ২: দুর্ঘটনায় মৃত্যু বোরো থানার NVF কর্মীর,শোক আবহে বাতিল থানা কালীপূজা উপলক্ষে সমস্ত অনুষ্ঠান
পথ দুর্ঘটনায় মৃত্যু NVF কর্মীর। শোকের আবহে দীপাবলি উদযাপন হচ্ছে না বোরো থানাতে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত্রি আনুমানিক সাড়ে দশটার পর রাস্তার ধারে চিরঞ্জিত মাহাতো (৩৬) নামের ওই NVF কর্মীকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গেই বোরো থানার পুলিশ গুরুতর জখম অবস্থায় চিরঞ্জিতবাবুকে স্থানীয় বসন্তপুর চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।