সাঁতুড়ি: সাঁতুড়ির ছাতাটাঁড়ের ছাতাপরবে ছাতা উত্তোলন করলেন আদিবাসী যুবক শুকলাল টুডু,ব্যাপক উৎসাহ উদ্মাদনা
অন্যান্য বছরের ন্যায় এবছরেও বৃষ্টিকে উপেক্ষা করেই বুধবার বিকেলে সাঁতুড়ি ব্লকের অন্তর্গত তিলাবাইদ গ্রামের অদূরে ছাতাটাঁড় তিলাবাইদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ছাতাপরব আয়োজিত হল।প্রাচীন প্রায় আড়াই শো বছরের পুরনো এই ছাতা পরবে ছাতা উত্তোলন করেন স্হানীয় আদিবাসী সম্প্রদায়ের যুবক শুকলাল টুডু।তাকে সহায়তা করে তার স্ত্রী।তবে ছাতা পরবের পুজোটি সাঁতুড়ি গ্রামের একজন ব্রাহ্মণ পুরোহিত। এই পরবকে কেন্দ্র করে মেলা বসে।তবে এবছর বৃষ্টিপাতের জন্য মেলা জমে নি।