বর্ধমান ১: মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মহিলার গলসি থানার ভারীচা গ্রামের ঘটনা
মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মহিলার গলসি থানার ভারীচা গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম সৌভা বিবি(৫৮) ভারিচা গ্রামে তার বাড়ি। জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় মোটরসাইকেলে চড়ে ইড়কোনা যাওয়ার পথে গ্রামেই তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। ঘটনায় গুরুতর জন্মাবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেই মতো পরিবারের লোকজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।