কৃষ্ণনগর ১: রীতিনীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হল সপ্তমী পূজো, পূজো দেখতে ভিড় দর্শনার্থীদের;উপস্থিত রাজ পরিবারের সদস্যরা
আজ মহাসপ্তমী রাজ্য সহ সারা দেশ জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বেধেছে বাঙালি। এদিন সকাল থেকেই কৃষ্ণনগর রাজবাড়িতে সপ্তমী পুজো দেখতে ভিড় দর্শনার্থীদের। রীতিনীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হল সপ্তমী পূজো। উপস্থিত রাজ পরিবারের বর্তমান সদস্যরা।