করিমপুর ২: মুরুটিয়ায় এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে ধর্মীয় জলসার আয়োজন
করিমপুরের মুরুটিয়ায় এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে ধর্মীয় জলসার আয়োজন করা হলো। এই জলসাতে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঠান্ডা আবহাওয়ার মধ্যেই রাত পর্যন্ত চলে জলসা। আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই জল সে অংশগ্রহণ করেন এদিন প্রায় কয়েক হাজার মানুষ এই জলসায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। এই জলসায় ইসলামিক স্কলাররা ধর্মীয় আলোচনা করেন। রবিবার আনুমানিক রাত এগারোটা নাগাদ সেই ছবি উঠে এলো