নাকাশিপাড়া: বেঙ্গল কেমিষ্টস এ্যান্ড ড্রোগিষ্টস অ্যাসোসিয়েশনের জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা বেথুয়াডহরীতে
বেঙ্গল কেমিষ্টস এ্যান্ড ড্রাগিষ্টস অ্যাসোসিয়েশন (বিসিডিএ) বিগত ১০৫ বছর ধরে রাজ্যের শহর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার্থে ঔষধ পরিষেনা দিয়ে চলেছে। প্রায় প্রতিদিন বৈদ্যুতিন মাধ্যম, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়াতে জনসাধারণকে ভেজাল ঔষধ সম্পর্কে সচেতন করছে। শতবর্ষ প্রাচীন সংগঠন বেঙ্গল কেমিস্টস এ্যান্ড ড্রাগিষ্টস অ্যাসোসিয়েশনের (বিসিডিএ) পক্ষ্য থেকে জনসাধারণকে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার অনুরোধ করে রেলী বের হল বেথুয়াডহরীতে।