হীরবাঁধ: ভগড়া দামোদর হাই স্কুলে রক্তদান শিবিরে মানবতার বার্তা
হিড়বাঁধের ভগড়া ব্রহ্মরূপা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ভগড়া দামোদর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, তাঁদের মধ্যে ছিলেন ১০ জন মহিলা। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা। শিবিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও সহযোগিতা লক্ষণীয় ছিল বলে উদ্যোক্তারা জানান।