কালচিনি: প্রধানমন্ত্রীর জন্মদিনের উপলক্ষে গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল তুলে দিল বিধায়ক
কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল তুলে দিল কালচিনি বিধায়ক বিশাল লামা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আর এই উপলক্ষে কালচিনি বিধায়ক বিশাল লামা রোগীদের হাতে ফল তুলে দিলেন। এদিন বিধায়ক বিশাল লামা লতাবাড়ি হাসপাতালে পৌছে যান এবং সেখানে চিকিৎসা রত রোগীদের সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেন এবং তাদের হাতে ফল তুলে দেন।