বিষ্ণুপুর ২: ঘোড়াহাটা মুকুন্দপুর সূর্য সঙ্গে দুর্গোৎসব পূজা কমিটির পূজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন নবকুমার বেতাল
বিষ্ণুপুর দু'নম্বর ব্লকের গোবিন্দপুর কালীচরণপুর অঞ্চলের ঘোড়াহাটা মুকুন্দপুর সূর্য সংঘে দুর্গোৎসব পূজা কমিটির দূর্গা পূজার মহা সপ্তমীর দিন পূজ মণ্ডপের শুভ উদ্বোধন করলেন বিষ্ণুপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।