ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে প্রানে বাঁচলেন পণ্যবাহী গাড়ির চালক। প্রায় ৩০ মিনিট ধরে গাড়িতে আটকে থাকা চালককে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগ মুহূর্তেই চালককে জখম অবস্থায় বের করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক। ৩১ নম্বর জাতীয় সড়কের দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে।